ট্রেনে আগুন: নিখোঁজ স্বজনের সন্ধান, আহাজারি
রাজধানীর গোপীবাগে গতকাল শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। ভয়াবহ এ আগুনে পুড়ে মারা গেছেন চারজন। ট্রেনটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে হাসপাতালে ভিড় করছেন স্বজনেরা। ছবিগুলো গোপীবাগ, কমলাপুর রেলস্টেশন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা।