বৃক্ষ মেলায় বাহারি ক্যাকটাস

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) সংলগ্ন মাঠে চলছে জাতীয় বৃক্ষ মেলা-২০২৪। বিভিন্ন জাতের বনজ, ঔষধি, ফুল, ফলসহ সৌন্দর্যবর্ধক গাছ শোভা বাড়াচ্ছে মেলার। বিভিন্ন জেলা থেকে নার্সারিমালিকেরা নিজেদের গাছ নিয়ে মেলায় এসেছেন। বিক্রি হচ্ছে চেনা-অচেনা ফুল ও ফলের গাছও। এ ছাড়া রয়েছে বনসাই ও ক্যাকটাসের মতো গাছ।

১ / ১০
বিক্রির জন্য নানা জাতের ক্যাকটাস সাজিয়ে রাখা হয়েছে।
২ / ১০
ক্রোজিয়ানা ক্যাকটাস।
৩ / ১০
সানবল ক্যাকটাস।
৪ / ১০
গোল্ডেন ব্যারেল ক্যাকটাস।
৫ / ১০
স্টার ক্যাকটাস।
৬ / ১০
ওল্ডম্যান ক্যাকটাস।
৭ / ১০
ম্যামিলারিয়া ক্যাকটাস।
৮ / ১০
স্ট্রাইকোসেরাস ক্যাকটাস।
৯ / ১০
মেলো ক্যাকটাস।
১০ / ১০
দুটো ক্যাকটাস কাটাছেঁড়া করে জোড়া দিয়ে নতুন প্রজাতির ক্যাকটাস তৈরি করা হয়েছে।