প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ প্রতিবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) এ আয়োজন করে। প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ সংহতি জানাতে আসেন। প্রতিবাদ সভা শেষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পাশের রাস্তার ধারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১ / ৯
সভার শুরুতে শহীদ শরিফ ওসমান বিন হাদি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়
২ / ৯
সম্পাদক পরিষদ ও নোয়াবের ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় বক্তব্য দেন নোয়াব সভাপতি এ কে আজাদ
৩ / ৯
প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৪ / ৯
বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম
৫ / ৯
অনুষ্ঠানে বক্তব্য দেন সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর
৬ / ৯
মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ
৭ / ৯
মানববন্ধন থেকে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার তীব্র নিন্দা জানানো হয়
৮ / ৯
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল এসব হামলার নিন্দা জানানো প্ল্যাকার্ড
৯ / ৯
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বক্তব্য দেন