রুপালি ইলিশ

সাগর কিছুটা শান্ত হলেও এখনো জেলেদের জালে আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না। অল্পসংখ্যক যা ধরা পড়ছে, সেগুলো আকারে ছোট। তবে কম হওয়ায় বাজারে সেই ইলিশের দাম অনেক বেশি।  বাজারে নিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই ইলিশ বরফ দিয়ে প্যাকেট করতে ব্যস্ত শ্রমিকেরা। চট্টগ্রাম নগরের ফিশারিঘাট নতুন মাছ বাজারে ইলিশ মাছের আমদানি নিয়ে ছবির গল্প—

১ / ৯
ট্রলার থেকে নিয়ে আসার পর ঢালা হচ্ছে ইলিশ
২ / ৯
বাছাই করা হচ্ছে ছোট-বড় ইলিশ
৩ / ৯
ইলিশ মাছ প্যাকেটে রাখার জন্য বরফ ভাঙা হচ্ছে
৪ / ৯
বাক্সে সারি করে রাখা হচ্ছে ইলিশ মাছ
৫ / ৯
পলিথিন দিয়ে ভালো করে প্যাকেট করা হচ্ছে
৬ / ৯
ইলিশ প্যাকেট করতে ব্যস্ত শ্রমিকেরা
৭ / ৯
সারিবদ্ধভাবে রাখা হয় প্যাকেট করা ইলিশ
৮ / ৯
রোদ থেকে বাঁচাতে ঝুড়ি দিয়ে ঢেকে রাখা হয়েছে ইলিশ
৯ / ৯
গাড়িতে তোলা হচ্ছে ইলিশ