দেশেই ফলছে ‘রামবুটান’

রামবুটান ফলটি লিচু পরিবারের। সুস্বাদু এ ফলের আদি উৎস মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পাশাপাশি এখন বাংলাদেশেও এ ফলের চাষ হচ্ছে। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রামবুটানের। মালয় ভাষায় ‘রামবুট’ শব্দের অর্থ চুল। খোসার ওপর চুল বা দাড়িগুলোর জন্যই ফলটির এই নাম। ভালুকার রামবুটান নিয়ে এবারের ছবির গল্প:

১ / ৮
বাগানে থোকায় থোকায় ঝুলছে পাকা রামবুটান।
২ / ৮
২১২টি গাছের রামবুটান বিক্রির উপযোগী হয়েছে।
৩ / ৮
লালের পাশাপাশি হলুদ রঙের রামবুটানও আছে বাগানে।
৪ / ৮
বিদেশি ফল রামবুটান দেখতে আসেন অনেকে।
৫ / ৮
গাছ থেকে রামবুটান তুলছেন বাগানের তত্ত্বাবধায়ক।
৬ / ৮
খোসা ছাড়ানোর পর লিচুর মতো দেখায় রামবুটান।
৭ / ৮
প্লেটে সাজিয়ে রাখা কিছু সুস্বাদু রামবুটান।
৮ / ৮
রামবুটানের পাশাপাশি বাগানে রয়েছে আরও প্রায় ২০ জাতের দেশি-বিদেশি ফল।