গণসংগীত উৎসব

‘সাম্প্রদায়িকতা ও শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ’ স্লোগানে চতুর্থ জাতীয় গণসংগীত উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন হয়েছে গতকাল শুক্রবার। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ছিল নাচ, গান ও কথামালার আয়োজন। চট্টগ্রাম জেলা শিল্পকলা থেকে ছবিগুলো তুলেছেন জুয়েল শীল।

১ / ১২
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন।
২ / ১২
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ১৩৫ জন শিল্পী।
৩ / ১২
জাতীয় সংগীত গাইছেন অতিথিরা।
৪ / ১২
নৃত্য পরিবেশন করেন চট্টগ্রামের ওডিসি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্টের সদস্যরা।
৫ / ১২
গানের তালে চলছে নৃত্য পরিবেশন।
৬ / ১২
উৎসবের মাঝে সবাই মিলে ক্যামেরার ফ্রেমবন্দী হওয়া।
৭ / ১২
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।
৮ / ১২
গরমে হাতপাখার বাতাসে একটু প্রশান্তির খোঁজ।
৯ / ১২
ওডিসি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্টের নৃত্যশিল্পী প্রমা অবন্তীকে ক্রেস্ট দেওয়া হয়।
১০ / ১২
প্রধান অতিথির বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।
১১ / ১২
বাউলগান গাইছেন শিল্পীরা।
১২ / ১২
উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যদের সংগীত পরিবেশন।