কৃষিতে নারীর অবদান

কৃষিপ্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশে কৃষিতে নারীর অংশগ্রহণ সবচেয়ে দ্রুত বাড়ছে। বৈশ্বিক গড় হারের চেয়ে বেশি নারী এখন দেশের কৃষি খাতে জড়িত। তবে মুঠোফোন সেবা, ইন্টারনেট প্রযুক্তি ও জমির মালিকানাসহ নানা ক্ষেত্রে তাঁরা বৈষম্যের শিকার হচ্ছেন। এরপরও কৃষিতে বিরাট অবদান রাখছেন তাঁরা। আন্তর্জাতিক কৃষিব্যবস্থায় নারীর ভূমিকা নিয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘স্ট্যাটাস অব উইমেন ইন অ্যাগ্রিকালচার সিস্টেম-২০২৩’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জুন মাসে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গত বৃহস্পতিবারের চিত্র।

১ / ৭
মৌসুমের বাইরে অন্য সময়েও তরমুজ ফলিয়ে বেশ আনন্দিত নিয়তি রানী ও আঞ্জুয়ারা বেগম। খেতে কাজ করে প্রতিদিন ২৫০ টাকা করে মজুরি পান তাঁরা। চাকলমা, নন্দীগ্রাম, বগুড়া
ছবি: সোয়েল রানা
২ / ৭
ধানের চারা রোপণে ব্যস্ত কৃষাণিরা। তাঁতিপাড়া, তানোর, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম
৩ / ৭
রোদের মধ্যে ধানের চারা রোপণ করছেন এক কৃষাণি। বাবুইপাড়া, গোদগাড়ী, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম
৪ / ৭
মরিচের চারা দিন দিন বড় হচ্ছে। সেখানে জন্মানো আগাছা পরিষ্কার করছেন পারুল বেগম ও শেলী বিবি। এ কাজ করে প্রতিদিন ২৫০ টাকা মজুরি পান তাঁরা। শাহনগর, শাজাহানপুর, বগুড়া
ছবি: সোয়েল রানা
৫ / ৭
লালশাকের আবাদ করেছেন লাইলী বেগম। শাকের খেতে জন্মানো আগাছা তুলছেন তিনি। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া
ছবি: সোয়েল রানা
৬ / ৭
তরমুজখেতের আগাছা পরিষ্কার করছেন কৃষাণিরা। চাকলমা, নন্দীগ্রাম, বগুড়া
ছবি: সোয়েল রানা
৭ / ৭
বর্ষার পানিতে ধানের চারা রোপণ করছেন কৃষাণিরা। তাঁতিপাড়া, তানোর, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম