বন্যার পানিতে তছনছ কারখানাটি
বন্যার পানিতে ফেনীর বিভিন্ন কারখানার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে কারখানার কাঁচামাল ও যন্ত্রাংশ। পানিতে ভিজে যাওয়া পণ্য শুকাতে ও মেশিন সারাতে ব্যস্ত সময় কাটছে শ্রমিকদের। ফেনী জেলা সদরের কোয়ালিটি জুট মিলের ছবি।