হেমন্তের মায়াময় পড়ন্ত বিকেল

শীতের আগমনী বার্তা নিয়ে আসে হেমন্ত। এ সময়ে প্রকৃতি মায়াময় রূপ নেয়। বিশেষ করে দিনান্তে কুয়াশার পটভূমিতে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য মন কাড়ে। হেমন্তের পড়ন্ত বিকেলের ছবিগুলো সিলেট সদরের শিবেরবাজার ও রায়েরগাঁও এলাকা থেকে গত রোববার তোলা।

১ / ৮
গ্রামের পথে হেমন্তের মিষ্টি রোদের আলো–ছায়ার খেলা।
২ / ৮
ফসলের মাঠে শেষ বিকেলে হালকা কুয়াশার আস্তর।
৩ / ৮
ধানখেতে রোদের নরম আলো যেন মায়া ছড়িয়েছে।
৪ / ৮
পড়ন্তবেলায় সূর্যকে পেছনে ফেলে ঘরে ফিরছেন কৃষক।
৫ / ৮
ধানখেতের ওপারে হালকা কুয়াশার মধে৵ অস্ত যাচ্ছে সূর্য।
৬ / ৮
হেমন্তের বিকেলে ধানখেতের মধে৵ খুঁটিতে বসে আছে পাখি।
৭ / ৮
হালকা কুয়াশামাখা বিকেলে মাঠে খেলায় মেতেছে শিশু-কিশোরেরা।
৮ / ৮
হেমন্তের অস্তগামী সূর্য। ছড়াচ্ছে কোমল আলো।