লিচু পাকতে শুরু করেছে

চলতি বছর পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দেশি লিচুর বেশ ফলন হয়েছে। সব জায়গায় লিচু পুরোদমে এখনো পাকেনি অবশ্য। তবে এরই মধ্যে শহর থেকে পাইকাররা আসছেন লিচু কিনতে। তিন জাতের লিচুর চাহিদা রয়েছে সারা দেশে। বিশেষ করে চায়না–টু, বোম্বে এবং চায়না–থ্রি নামের লিচুর চাহিদা সবচেয়ে বেশি। দেশি লিচু প্রতি শ ১৫০ থেকে ১৮০ টাকা, চায়না–থ্রি প্রতি শ ৬০০ টাকা এবং  বোম্বে লিচু প্রতি শ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে রাঙামাটিতে। তবে লিচুর আকার ও স্বাদভেদে দামের ক্ষেত্রে কমবেশি রয়েছে। রাঙামাটির পাহাড়ি লিচু নিয়ে ছবির গল্প

১ / ৯
বাগানে লিচু পাকতে শুরু করেছে
২ / ৯
গাছে থোকা থোকা লিচু
৩ / ৯
গাছ থেকে লিচু পাড়া হচ্ছে
৪ / ৯
বাগানে পাকা লিচু পেয়ে উচ্ছ্বসিত শিশু
৫ / ৯
গাছ থেকে লিচু পেড়ে গোনা হচ্ছে
৬ / ৯
বাগানের লিচু পেড়ে নেওয়া হচ্ছে
৭ / ৯
লিচু বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে
৮ / ৯
বিভিন্ন পাহাড় থেকে নৌকায় করে রাঙামাটি বাজারে আনা হচ্ছে লিচু
৯ / ৯
শহরে নেওয়ার জন্য গাড়িতে তোলা হচ্ছে লিচু