রবারবাগানে পাতা ঝরার দিন
মাঘ মাসের অর্ধেকটা পেরিয়ে গেছে। কিছুদিন পরই বিদায় নেবে শীত। এই সময়ে হালকা বাতাসে ঝরে পড়ছে গাছের পুরোনো পাতা। ঝরা পাতায় সিলেটের হিলুয়াছড়া রবারবাগানের মেঠো পথে ছেয়ে গেছে। আর বাগানে ন্যাড়া মাথায় ঠায় দাঁড়িয়ে আছে গাছ। অবশ্য পাতা ঝরার এই দৃশ্য জানান দিচ্ছে শীত শেষে বসন্ত আসছে। বসন্তের আগে গাছে গাছে আসবে নতুন পাতা। সিলেটের হিলুয়াছড়া রবারবাগানের ঝরা পাতার দৃশ্য নিয়ে ছবির গল্প।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০