সড়ক–মহাসড়কে বিশৃঙ্খলায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বাড়ছে প্রাণহানি। পঙ্গু হয়ে মানবেতর জীবন যাপন করছেন অনেকে। তবু হুঁশ ফিরছে না সংশ্লিষ্টদের। মহাসড়কে যাত্রীবাহী বাসের মধ্যে প্রতিযোগিতা চলছেই। হেলমেট ছাড়াই চালানো হচ্ছে মোটরসাইকেল। মহাসড়কে চলছে নিষিদ্ধ নছিমন–করিমন। ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হচ্ছেন পথচারীরা। গতকাল বুধবার দেশের বিভিন্ন সড়ক–মহাসড়কের বিশৃঙ্খলার চিত্র ধরা পড়েছে প্রথম আলোর ক্যামেরায়।

১ / ১২
মহাসড়কের বাঁকে বিপজ্জনক ওভারটেকিং। রহমতপুর এলাকা, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল
ছবি: সাইয়ান
২ / ১২
মহাসড়ক দাপিয়ে চলছে নছিমন-করিমনসহ তিন চাকার যান। রাজশাহী-নওগাঁ মহাসড়ক, নওদাপাড়া আমচত্বর এলাকা, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম
৩ / ১২
হেলমেটবিহীন অবস্থায় এক মোটরসাইকেলে চলছেন তিন আরোহী। ঢাকা-রংপুর মহাসড়ক, মহাস্থান সেতু এলাকা, বগুড়া
ছবি: সোয়েল রানা
৪ / ১২
নিষিদ্ধ হলেও মহাসড়কে চলছেন নসিমন–করিমন–ভটভটি। ঢাকা-বরিশাল মহাসড়ক, ব্রাহ্মণকান্দা এলাকা, সদর উপজেলা, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৫ / ১২
নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে তিন চাকার যান। দূরপাল্লার যানগুলোও মানছে না নিয়ম। সড়কের বাঁকে ওভারটেকিং নিষেধ থাকলেও অহরহ তা অমান্য করছেন চালকেরা। পাবনা-ঢাকা মহাসড়ক, রাজাপুর এলাকা, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৬ / ১২
সেতু ওপরে বিভিন্ন যানবাহন একে অপরকে ওভারটেকিংয়ের চেষ্টা। ১ম বুড়িগঙ্গা সেতু, পোস্তাগোলা, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১২
মুঠোফোন কানে লাগিয়ে সড়ক পারাপার হচ্ছেন এক ব্যক্তি। ঢাকা-সিলেট মহাসড়ক, দক্ষিণ সুরমা চণ্ডীপুল এলাকা, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৮ / ১২
নির্মাণাধীন চার লেন মহাসড়ক ছেয়ে গেছে ধুলায়। ধুলায় ঝুঁকিতে চলছে যানবাহন। রংপুর-ঢাকা মহাসড়ক, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধেই চলাচল করে তিন চাকার যান। এলোমেলোভাবে সড়ক পারাপারে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক, বড়তাকিয়া বাজার এলাকা, মিরাসরাই
ছবি: ইকবাল হোসেন
১০ / ১২
সড়কে সারবেঁধে রাখা যানবাহন। ফুটপাতের অর্ধেক দখল করে পার্ক করা হয়েছে মোটরসাইকেলগুলো। মতিঝিল, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১২
সড়ক বিভাজক গলে এপাশ থেকে ওপাশে যাচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। আনন্দবাজার এলাকা, আউটার লিংক রোড, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
১২ / ১২
উল্টো পথে চলছে যানবাহন। আনন্দবাজার এলাকা, আউটার লিংক রোড, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ