১ / ১১
গাছ থেকে লিচু সংগ্রহ করছেন শ্রমিকেরা
২ / ১১
উঁচু ডাল থেকে দড়ি দিয়ে বেঁধে টুকরিতে লিচু নামানো হচ্ছে।
৩ / ১১
বাগানে ঝড়ে পড়া লিচু কুড়াচ্ছে এক শিশু।
৪ / ১১
মানভেদে লিচু বাছাই করে বিক্রির জন্যে আঁটি বাঁধা হচ্ছে।
৫ / ১১
লিচু খেতে আসে বাদুর, কাক। এগুলো তাড়ানোর জন্য হাঁড়িতে মার্বেল রেখে উঁচু ডালে বেঁধে নিচ থেকে দড়ি টেনে শব্দ তৈরি করে পাখি তাড়ানো হয়।
৬ / ১১
বাগানে নারী-পুরুষ একসঙ্গে লিচু বাছাই করে আঁটি বানানোর কাজ করছেন।
৭ / ১১
টুকরিতে করে বাছাইয়ের জন্যে লিচু নেওয়া হচ্ছে।
৮ / ১১
দৃষ্টিনন্দন এই কদমি লিচু স্বাদে টক-মিষ্টি হয়ে থাকে।
৯ / ১১
বাগানে কর্মব্যস্ত শ্রমিকেরা।
১০ / ১১
বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে লিচু।
১১ / ১১
বাজার থেকে কদমি লিচু কিনছেন এক ক্রেতা।