গরমে ওষ্ঠাগত প্রাণ

সারা দেশের মতো সিলেটেও গত কয়েক দিনের অসহনীয় গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। প্রখর রোদ আর অসহ্য গরমে সীমাহীন দুর্ভোগে জনজীবন। প্রচণ্ড গরমের মধ্যে কেউ মাথায় ছাতা দিয়ে পথ চলেছেন, কেউ আবার প্রখর রোদের মধ্যে জীবিকার তাগিদে ছুটেছেন। এই গরমে বেশি ভোগান্তিতে পড়েছেন ঘরের বাইরে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আজ রোববার সিলেট নগরের জিন্দাবাজার, কিনব্রিজ, চাঁদনীঘাট ও বন্দরবাজার এলাকা থেকে ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ

১ / ১১
গরমের মধ্যে শিশুকে নিয়ে বাইরে বেরিয়েছেন এক অভিভাবক। ছবিটি সুরমা পয়েন্ট থেকে তোলা
২ / ১১
সুরমা পয়েন্ট এলাকায় গরমে ক্লান্ত রিকশাচালক গামছা দিয়ে মুখের ঘাম মুছে নিচ্ছেন।
৩ / ১১
প্রখর রোদের মধ্যে রিকশা চালাচ্ছেন চালক। পেছনে ছাতা নিয়ে বসে আছেন যাত্রী। সুরমা পয়েন্ট এলাকায়।
৪ / ১১
পথে আখের রস পান করে তৃষ্ণা নিবারণ করছেন এক ব্যক্তি। সুরমা পয়েন্ট এলাকায়।
৫ / ১১
সুরমা নদীর চাঁদনীঘাটে নৌকার ওপর ছাতা মাথায় বসে আছেন মাঝি।
৬ / ১১
সড়কে জমে আছে পানি। সেই পানি পান করছে কাকটি। কিনব্রিজ এলাকায়।
৭ / ১১
মাথায় গামছা দিয়ে কাঠ নিয়ে যাচ্ছেন ভ্যানচালক। কিনব্রিজ এলাকায়।
৮ / ১১
কিনব্রিজ এলাকায় গরমে ডাব বিক্রির জন্য বসে আছেন বিক্রেতারা।
৯ / ১১
গরমে শিশুরাও বিপাকে। অভিভাবকের কোলে এক শিশু। বন্দরবাজার থেকে তোলা।
১০ / ১১
ছাতা মাথায় দিয়ে পথ চলেছেন এক ব্যক্তি। ছবিটি বন্দরবাজার এলাকার।
১১ / ১১
প্রচণ্ড রোদের মধ্যে রিকশার হাতলে হাত রেখে যাত্রীর অপেক্ষায় চালক। জিন্দাবাজার এলাকায়।