গরমে ওষ্ঠাগত প্রাণ
সারা দেশের মতো সিলেটেও গত কয়েক দিনের অসহনীয় গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। প্রখর রোদ আর অসহ্য গরমে সীমাহীন দুর্ভোগে জনজীবন। প্রচণ্ড গরমের মধ্যে কেউ মাথায় ছাতা দিয়ে পথ চলেছেন, কেউ আবার প্রখর রোদের মধ্যে জীবিকার তাগিদে ছুটেছেন। এই গরমে বেশি ভোগান্তিতে পড়েছেন ঘরের বাইরে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আজ রোববার সিলেট নগরের জিন্দাবাজার, কিনব্রিজ, চাঁদনীঘাট ও বন্দরবাজার এলাকা থেকে ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১