ঢাকা ও আশপাশে নামছে শীত

অগ্রহায়ণ মাস শেষ হতে চলেছে। ঢাকা ও এর আশপাশেও জেঁকে বসতে শুরু করেছে শীত। রাজধানীবাসীও শীতের আঁচ পেতে শুরু করেছেন। ইতিমধ্যে রাতের তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। দেখা মিলছে কুয়াশারও। শুধু তাপমাত্রায় নয়, শীতে প্রকৃতির রূপেও এসেছে ভিন্নতা। ঢাকা ও আশপাশে শীতের আমেজ নিয়ে এবারের ছবির গল্প। 

১ / ৯
ভোরের কুয়াশা ভেদ করে বুড়িগঙ্গা নদীতে নৌযান চলাচল করছে। বাবুবাজার এলাকা
২ / ৯
কুয়াশা আর অসতর্ক গতি মহাসড়কে চলাচল বিপজ্জনক হয়ে উঠছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা রাজেন্দ্রপুর এলাকা
৩ / ৯
কুয়াশাঘেরা সকালে জমিতে সার ছিটাচ্ছেন কৃষক। মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা
৪ / ৯
ইটভাটার ধোঁয়া আর কুয়াশা মিলে একাকার। মুন্সিগঞ্জের সিরাজদিখান
৫ / ৯
কুয়াশাঘেরা ইটভাটায় শ্রমিকের ব্যস্ততা। মুন্সিগঞ্জের সিরাজদিখান
৬ / ৯
কুয়াশা উপেক্ষা করে সকালে ফসলের খেতে কৃষকের চলা। মুন্সিগঞ্জের সিরাজদিখান
৭ / ৯
কুয়াশা ভেদ করে রোদ উঠে গেছে। ধান শুকানোর কাজে নেমে পড়েছেন তাঁরা। মুন্সিগঞ্জের হাঁসাড়া এলাকা
৮ / ৯
দুর্ঘটনা কমাতে নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করা মোটরসাইকেলকে জরিমানা আদায় করা হচ্ছে। এক্সপ্রেসওয়ের টোল প্লাজা এলাকা
৯ / ৯
কুয়াশার কারণে বাড়ে সড়ক দুর্ঘটনা। রাতে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া একটি ব্যক্তিগত গাড়ি উদ্ধারে হাইওয়ে পুলিশ। ঢাকা-মাওয়া হাইওয়ে