শোলমারী নদীর গল্প

একসময় শোলমারী নদীতে দাপুটে স্রোত ছিল। এখন পলি পড়ে ভরাট হয়ে নদীটির প্রাণ যায় যায় অবস্থা। দখল আর অপরিকল্পিত উন্নয়নের কারণে একসময়ের দেড় শ মিটার প্রশস্ত শোলমারী কালের পরিক্রমায় পরিণত হয়েছে দুই থেকে তিন মিটার সরু নালায়। ভাটায় এখন নদীতে নৌকা চালানো যায় না। হেঁটেই পার হয় মানুষ। ২৯ কিলোমিটার দৈর্ঘ্যের শোলমারী নদী খুলনার বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার ভেতর দিয়ে বয়ে চলেছে।

১ / ৯
বটিয়াঘাটা সেতুর ওপর থেকে শোলমারী নদী এখন দেখতে এ রকম
২ / ৯
ভাটায় নদীতে প্রবেশের সুযোগ নেই নৌযানের। তাই জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় নদীর মুখে কাজীবাছা নদীতে
৩ / ৯
ভাটার সময় নদীতে জাল দিয়ে মাছ ধরছেন এই ব্যক্তি
৪ / ৯
এই নদীতে এখন নৌকা চলে না। তাই হেঁটেই পারাপার হয় মানুষ
৫ / ৯
হাঁটু পর্যন্ত ভেজালেই ভাটার সময় এই নদী পার হওয়া যায়
৬ / ৯
ভাটার সময় শোলমারী নদীর মধ্যে জাল দিয়ে মাছ ধরছেন বাবা-মেয়ে
৭ / ৯
শোলমারী নদীতে অলস পড়ে আছে খেয়া নৌকাটি
৮ / ৯
সাইকেল হাতে নিয়ে সরু এই নদী পার হচ্ছেন এই ব্যক্তি
৯ / ৯
নদীতে দুরন্তপনায় মেতেছে কিশোরেরা