সাগরে ইলিশের সন্ধানে

পূর্ণিমা শুরু হয়েছে। বৈরী আবহাওয়াতেও ইলিশের আশায় সাগরে নামছেন মৎস্যশিকারিরা। ছোট লাল রঙের নৌকায় ছুটে চলেছেন মাছ ধরতে। ছবিতে দেখুন চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী সাগরপাড়ের ইলিশ শিকার–

১ / ১০
দড়ি ভাঁজ করা হচ্ছে।
২ / ১০
জাল গুছিয়ে নিচ্ছেন মৎস্যশিকারি।
৩ / ১০
এসব নৌকা করে মাছ ধরতে যাবেন মৎস্যশিকারিরা।
৪ / ১০
প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাচ্ছেন একজন।
৫ / ১০
নৌকায় ওঠানো হচ্ছে বরফ।
৬ / ১০
বিভিন্ন জিনিসপত্র নিয়ে নৌকার দিকে যাচ্ছেন মৎস্যশিকারিরা।
৭ / ১০
ছোট লাল নৌকাগুলো নিয়ে সাগরে মাছ ধরবেন মৎস্যশিকারিরা।
৮ / ১০
ইঞ্জিনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তেল।
৯ / ১০
এবার সাগরে ভাসার পালা।
১০ / ১০
সাগরে মাছ ধরছেন মৎস্যশিকারিরা।