বটগাছের ডালে পাখিদের ভোজ
ইট-পাথরের এই শহরে সবুজ যখন ক্রমে হারিয়ে যাচ্ছে, তখন চট্টগ্রাম নগরের জামালখানের বটগাছটি যেন পাখিদের এক টুকরো অভয়ারণ্য। বছরের অন্য সময়টায় চুপচাপ থাকলেও শীত মৌসুমে পাকা বট ফলের টানে এখানে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে হরিয়াল, কোকিল আর বসন্তবাউরির দল। তাদের কলকাকলি আর ডানা ঝাপটানোর শব্দে যান্ত্রিক নগরীর পথচারীরাও যেন ফিরে পান প্রাণ ও প্রকৃতির স্পন্দন। জামালখান এলাকার বটগাছ আর পাখিদের এই নিবিড় সম্পর্ক নিয়েই আজকের ছবির গল্প।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯