বই বিনিময় উৎসব

বিশ্ব বই ‍দিবস উপলক্ষে সিলেটে বইপড়ুয়াদের সংগঠন ‘ইনোভেটর’ পঞ্চমবারের মতো এবারও বই বিনিময় উৎসবের আয়োজন করে। সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বইপড়ুয়ারা নিজের পড়া বই জমা দিয়ে পছন্দের বই সংগ্রহ করেন। উৎসবে দেড় শতাধিক বইপ্রেমী বই বিনিময় করেছেন নিজেদের সঙ্গে। মূলত বইয়ের প্রতি ভালোবাসা ও জ্ঞান বিনিময়ের লক্ষ্যে এ উৎসবের আয়োজন করে ইনোভেটর। গত মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

১ / ১০
পছন্দের বই হাতে উৎসবে খুদে বইপ্রেমী
২ / ১০
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বই বিনিময় উৎসব
৩ / ১০
টেবিলে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন লেখকদের বই। সেখানে পছন্দের বই খুঁজছেন বইপ্রেমীরা
৪ / ১০
বই ‍খুঁজছে একদল শিক্ষার্থী
৫ / ১০
পছন্দের বই হাতে বইপ্রেমী
৬ / ১০
সবাই খুঁজছে পছন্দের বই
৭ / ১০
পছন্দের বই হাতে রেখেছেন একজন
৮ / ১০
ঘাসের ওপর সাজিয়ে রাখা আরও কিছু বই
৯ / ১০
বই নিতে সেখানে চোখ বুলিয়ে নিচ্ছেন বইপ্রেমীরা
১০ / ১০
বই বিনিময় উৎসবে পছন্দের বই হাতে এক শিক্ষার্থী