পানকৌড়ির ঝাঁক
বৃষ্টিতে খাল–বিলসহ বাড়ির আশপাশে পানি বাড়তে শুরু করেছে। এ সময় দূরদূরান্ত থেকে লোকালয়ে ঝাঁক ধরে পানকৌড়ি আসছে। আকাশে উড়ে জলাশয়ে খাবারের খোঁজে ঘুরছে দিগ্বিদিক। রংপুর সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় আকাশে একঝাঁক পানকৌড়ির ওড়াউড়ির ছবি নিয়ে ছবির গল্প–
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯