পানকৌড়ির ঝাঁক

বৃষ্টিতে খাল–বিলসহ বাড়ির আশপাশে পানি বাড়তে শুরু করেছে। এ সময় দূরদূরান্ত থেকে লোকালয়ে ঝাঁক ধরে পানকৌড়ি আসছে। আকাশে উড়ে জলাশয়ে খাবারের খোঁজে ঘুরছে দিগ্‌বিদিক। রংপুর সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় আকাশে একঝাঁক পানকৌড়ির ওড়াউড়ির ছবি নিয়ে ছবির গল্প–

১ / ৯
সবুজ খেত থেকে একঝাঁক পানকৌড়ি উড়ে যাচ্ছে আকাশে।
২ / ৯
লোকালয়ের আকাশে উড়ছে পানকৌড়ির দল।
৩ / ৯
কখনো ডানা মেলে বাতাসে ভেসে বেড়াচ্ছে পানকৌড়ির ঝাঁক।
৪ / ৯
পানকৌড়ির ঝাঁকে ঢুকেছে একটি চিল।
৫ / ৯
কখনো ছুটছে দ্রুতবেগে।
৬ / ৯
কখনো পানকৌড়ির দলকে একটি মাছের আদলে দেখা যায়।
৭ / ৯
মুহূর্তেই পানকৌড়ি আলাদা হয়ে যায়।
৮ / ৯
একটি গাছের দিকে ছুটছে এরা।
৯ / ৯
দূরে কোথাও হারিয়ে যায় পানকৌড়ির ঝাঁক।