সৈকতে লাল কাঁকড়া
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ–লাগোয়া উখিয়ার বাইল্যাখালী সৈকত একসময় ‘লাল কাঁকড়ার বিচ’ নামে পরিচিত ছিল। ভাটার সময় সৈকতের বালুচরে ছুটে বেড়াত ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া। পর্যটকেরা এ সৈকতে ছুটে আসতেন কাঁকড়া দেখার জন্য। সময়ের সঙ্গে সঙ্গে কমে এসেছে এ সৈকতজুড়ে লাল কাঁকড়ার আনাগোনা। এখন বাইল্যাখালী ও রামুর দরিয়ানগর সৈকতের কিছু অংশে চোখে পড়ে এমন সুন্দর দৃশ্য। ছবিগুলো সম্প্রতি তোলা।
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮