গরমে হাঁসফাঁস করছে বাঘগুলো

চৈত্র মাসের শেষ দিন আজ রোববার। মাসের বেশির ভাগ দিনেই তীব্র গরম। শুধু মানুষ নয়, এই অস্বস্তিকর আবহাওয়ার প্রভাব পড়েছে প্রাণিকুলের ওপরও। চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘগুলো গরম থেকে স্বস্তি পেতে চৌবাচ্চার পানিতে গা ভিজিয়ে নিচ্ছে। এই চিড়িয়াখানায় ছোট-বড় মিলিয়ে ১৮টি বাঘ রয়েছে। এখানকার আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হলো সাদা বাঘ, যা দর্শনার্থীদের কাছে বিশেষভাবে জনপ্রিয়।

১ / ৯
চৌবাচ্চার পানিতে শরীর ডুবিয়ে বসে আছে বাঘ
২ / ৯
স্বস্তি পেতে চৌবাচ্চায় নামছে আরেকটি বাঘ
৩ / ৯
কখন পানিতে নামবে সেই অপেক্ষায় সাদা বাঘটি
৪ / ৯
আরামে চৌবাচ্চার দেয়ালের ওপর মাথা রেখেছে একটি বাঘ
৫ / ৯
গরম থেকে স্বস্তি পেতে চৌবাচ্চায় বসে থাকে বাঘ
৬ / ৯
খাঁচার এক কোনায় ছায়ায় বসে আছে বাঘের বাচ্চাগুলো
৭ / ৯
বাঘটি বড় চৌবাচ্চায় বসে আছে
৮ / ৯
ছায়ায় বসে হাঁসফাঁস করছে বাঘটি
৯ / ৯
বাঘগুলো চৌবাচ্চায় ভিড় করেছে