কৃষকের সোনালি ফসল

হেমন্তের এ সময়ে গ্রামবাংলায় চলছে আমন ধান কাটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত। সিলেটের বিভিন্ন এলাকায় এ বছরও আমনের ফলন ভালো হয়েছে। বাড়ির ছোট-বড় সবাই এখন সকাল থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত ধান কাটা, মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। মাড়াই শেষে খলায় ধান ঝাড়া-শুকাতে ব্যস্ত সবাই। ছবিগুলো সিলেট সদর উপজেলার সালেহপুর ও টিলাপাড়া গ্রাম থেকে তোলা।

১ / ৯
প্রতিটি খেতের ধান এখন পাকা
২ / ৯
রোদে ঝলমল করছে ‍কৃষকের সোনালি ফসল
৩ / ৯
ধান কাটতে এসেছেন কৃষক
৪ / ৯
ধান কেটে নিয়ে আসা হচ্ছে
৫ / ৯
চলছে ধান মাড়াই
৬ / ৯
মেশিনে ধান মাড়াই করছেন কৃষকেরা
৭ / ৯
সেখানে ধান ঝাড়া চলছে
৮ / ৯
আমন ধানের খেতে ফুটবল খেলছে শিশু-কিশোরেরা
৯ / ৯
পাকা আমন ধানের শিষে পড়ন্ত বেলার সূর্য