হাটে হাঁস–মুরগি বেচাকেনা

বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্বরে হাট বসে সপ্তাহের শনি ও মঙ্গলবার। সেখানে দেশি প্রজাতির হাঁস–মুরগিই বেশি বিক্রি হয়। বাড়িতে লালন–পালন করা এসব হাঁস–মুরগি গ্রাম থেকে নিয়ে আসেন বিক্রেতারা। হাটে বিক্রি হয় কবুতরও।

১ / ১০
হাটে বিক্রির জন্য হাঁস–মুরগি নিয়ে এসেছেন বিক্রেতারা
২ / ১০
জোড়া দেশি মুরগির দরদাম চলছে
৩ / ১০
হাট থেকে মুরগি ও কবুতর কিনেছেন ব্যবসায়ীরা
৪ / ১০
খাঁচায় রাখা কবুতরের ছানা
৫ / ১০
দরদাম করে চলছে বেচাকেনা
৬ / ১০
ক্রেতার অপেক্ষায়
৭ / ১০
বিক্রেতা জোড়া কবুতরের দাম হেঁকেছেন দেড় হাজার টাকা
৮ / ১০
কেনার আগে যাচাই করে দেখা হচ্ছে মুরগি
৯ / ১০
বিক্রির পর পরিশোধ করা হচ্ছে দাম
১০ / ১০
বেচাকেনা শেষে বাড়ি ফেরার প্রস্তুতি এক কবুতর বিক্রেতার