কাঁঠালের হাটে বেচাকেনা

সিলেট নগরের কদমতলী ফলের আড়তে এখন বসেছে কাঁঠালের হাট। সিলেটের বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে ট্রাকে করে এখানে কাঁঠাল আনা হয়। প্রতিদিন ভোর থেকে শুরু হয় বেচেকেনা। পাইকারি ও খুচরা দুভাবেই বিক্রি হয় কাঁঠাল। কেউ খাওয়ার জন্য, কেউবা বিক্রির জন্য হাট থেকে কাঁঠাল কিনে নিয়ে যান। কদমতলীর কাঁঠালের হাট ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—

১ / ৮
কদমতলীর হাটে ট্রাক থেকে নামানো হচ্ছে কাঁঠাল
২ / ৮
বিক্রির জন্য কাঁঠাল স্তূপ করে রাখা হয়েছে
৩ / ৮
ভোর থেকে শুরু হয়ে যায় ক্রেতা-বিক্রেতার সমাগম
৪ / ৮
ট্রাক থেকে নামানো কাঁঠাল হাতে তুলে দেখাচ্ছেন এক শ্রমিক
৫ / ৮
কাঁঠাল নামাতে গিয়ে হাতে ফোসকা পড়েছে এক শ্রমিকের
৬ / ৮
হাটে বেচাকেনার আগে কাঁঠাল পেকেছে কি না, তা বোঝার চেষ্টা চলছে
৭ / ৮
ফেটে গেছে হাটে আনা কাঁঠাল
৮ / ৮
হাট থেকে কাঁঠাল কিনে এভাবেই বেঁধে নিয়ে যাচ্ছেন একজন