১ / ১১
শেওলা পড়ে ডেমু ট্রেনের বগির রং বদলে গেছে।
২ / ১১
বগির ভেতরে শুকাতে দেওয়া হয়েছে কাপড়চোপড়।
৩ / ১১
ধুলাবালু জমে আছে ইঞ্জিনকক্ষে।
৪ / ১১
বেহাল অবস্থা ট্রেনের বগির বাইরের অংশের।
৫ / ১১
পড়ে থেকে নষ্ট হচ্ছে ডেমু ট্রেন।
৬ / ১১
দীর্ঘদিন ধরে পড়ে আছে এভাবে।
৭ / ১১
পুনরায় চালুর অনুপযোগী হয়ে পড়ছে।
৮ / ১১
খুলে রাখা হয়েছে কয়েকটি চাকা।
৯ / ১১
ট্রেনের ভেতর রাখা হয়েছে গাছের ডালপালা।
১০ / ১১
ময়লা আর মাকড়সার জালে ভরে গেছে ট্রেনের বগি।
১১ / ১১
অযত্নের ছাপ সবখানে।