শিল্পবর্জ্যে সাগর-নদীদূষণ, হুমকিতে জীববৈচিত্র্য

চট্টগ্রামের ইপিজেড এলাকার বিভিন্ন কারখানার বর্জ্যে দূষিত পানি স্লুইসগেট দিয়ে সরাসরি সাগর ও নদীতে পড়ছে। একই এলাকায় নির্বিচার ফেলা হচ্ছে প্লাস্টিক বর্জ্যও। এতে সমুদ্রের পানি মারাত্মকভাবে দূষিত হওয়ার পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে।

১ / ৯
কলকারখানার বর্জ্যে দূষিত কালো পানি স্লুইসগেট দিয়ে বেরিয়ে আসছে
২ / ৯
নির্বিচার খালে ফেলা হচ্ছে প্লাস্টিক বর্জ্য
৩ / ৯
জমে থাকা আবর্জনা
৪ / ৯
বন্দরের এই স্লুইসগেট দিয়ে পানি আসে নদীতে
৫ / ৯
বর্জ্য মিশ্রিত হওয়ার পর ফেনাসহ পানি কর্ণফুলী নদীতে পড়ে
৬ / ৯
সাগরের সঙ্গে মিশে যাচ্ছে বর্জ্যমিশ্রিত পানি
৭ / ৯
বর্জ্যমিশ্রিত পানি চলছে সাগরের পথে
৮ / ৯
খাল দিয়ে সমুদ্রে যাওয়া পানি
৯ / ৯
সাগরপাড়ে থাকা প্লাস্টিকের বর্জ্য