নারী-পুরুষ মিলে ধান কাটা, ঘরে তোলা

আমন ধান কাটার ধুম পড়েছে পাহাড়ে। ঘরে ঘরে এখন নবান্ন উৎসব। বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডলুপাড়া এলাকায় নারী-পুরুষ মিলে সোনালি রঙের পাকা আমন ধান কেটে ঘরে তোলার মৌসুম চলছে। পাকা ধানের গন্ধে মেতে উঠেছে খেতগুলো। পাহাড়ি নারী-পুরুষেরা দলবেঁধে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। কেউ পাকা ধান কাটছেন, কেউবা মাড়াইয়ে ব্যস্ত।

১ / ৯
ধান কাটতে ব্যস্ত এক কিষানি
২ / ৯
পাহাড়ি নারী-পরুষেরা দলবদ্ধ হয়ে ধান কাটছেন
৩ / ৯
খাওয়ার পানি নিয়ে আসছেন এক তরুণী
৪ / ৯
কাজের ফাঁকে পানি পান করছেন এক কিষানি
৫ / ৯
ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা
৬ / ৯
ধানের আঁটি কাঁধে করে নিয়ে যাচ্ছেন এক তরুণ
৭ / ৯
মেশিনে ধানমাড়াইয়ে ব্যস্ত এক ব্যক্তি
৮ / ৯
মেশিনে মাড়াইয়ের পর ধান গামলায় তুলে নিচ্ছেন এক ব্যক্তি
৯ / ৯
বস্তায় ভরা হচ্ছে ধান।