আবার শুরু সাগরে মাছ ধরা
টানা ৬৫ দিন মাছ ধরা বন্ধ ছিল। আজ রোববার আবার শুরু হয়েছে সাগরে মাছ ধরা। সাগরে নামার আগে সব ধরনের প্রস্তুতি নেন জেলেরা। ট্রলারে জালের পাশাপাশি তোলা হয় চাল, ডাল, তেল, বরফসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। অনেকে জাল তোলার আগে তা মেরামতও করে নেন। কেউ আবার পরিষ্কার করে নেন মাছ ধরার টুকরি। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট নতুন মাছ বাজার এলাকায় ছবিগুলো তোলা।