নতুন ধান তোলা নিয়ে পাহাড়ে উৎসবের আমেজ

অগ্রহায়ণের শেষ দিকে এসে নতুন তোলা ধান নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন পাহাড়ি জনপদের মানুষেরা। চলছে ধান কাটা, মাড়াই, ঝাড়া ও শুকানোর কাজ। নতুন ধান তোলা নিয়ে এখন এখানে ঘরে ঘরে বিরাজ করছে উৎসবের আমেজ। বান্দরবান সদরের ডলুপাড়া ও রেইচা এলাকা ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৯
পাকা ধান কাটছেন এক কিষানি।
২ / ৯
ধান কাটছেন কয়েকজন নারী-পুরুষ।
৩ / ৯
আঁটি বাঁধা ধান মাড়াইয়ের জন্য নামানো হচ্ছে।
৪ / ৯
যন্ত্রে ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত এক ব্যক্তি।
৫ / ৯
মাড়াইয়ের পর রোদে শুকাতে দেওয়া ধান পা দিয়ে নাড়িয়ে দিচ্ছেন এক নারী।
৬ / ৯
কুলা-ডালা দিয়ে বাতাস করে ধানের চিটা আলাদা করছেন কয়েকজন।
৭ / ৯
মাড়াই ও শুকানোর পর এক জায়গায় জড়ো করে রাখা হচ্ছে ধান।
৮ / ৯
কুলায় ধান নিয়ে পরিষ্কার করতে ব্যস্ত নারীরা।
৯ / ৯
শুকনা ধান বস্তায় ভরে রাখা হচ্ছে।