শুষ্ক মৌসুমে যমুনা নদী

শুষ্ক মৌসুমে যমুনা নদীতে বালুচর জেগে ওঠে। ধীরগতিতে চলাচল করে নৌযান। যেখানে একটু পানি থাকে, সেখানে বেঁধে রাখা হয় জেলেদের নৌকা। দিনে ও রাতের সুবিধামতো সময়ে জেলেরা নৌকা নিয়ে মাছ শিকারে বের হন। শুষ্ক মৌসুমে যমুনা নদীর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর বাটিয়া, ধাপ চরাঞ্চল, পারতিতপাল, কুঁড়িপাড়া চরাঞ্চল, চর শালুখা চরাঞ্চলের চিত্র নিয়ে ছবির গল্প।

১ / ৮
শুষ্ক মৌসুমে যমুনা নদী। হেঁটেই পাড়ি দিচ্ছেন পথিকেরা
২ / ৮
পাড়ে রাখা নৌকার নোঙর
৩ / ৮
নদীর পানি শুকিয়ে স্তর অনেক নিচে গেছে। নদীর পার ধরে হেঁটে যাচ্ছেন এক পথিক
৪ / ৮
নদীতে কিছু কিছু জায়গায় অল্প পানি আছে। সেখানে বেঁধে রাখা হয়েছে কয়েকটি নৌকা
৫ / ৮
নদীর বুকে জমেছে বালুচর
৬ / ৮
চর থেকে সংগ্রহ করা ঘাস নদীতে ধুয়ে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি
৭ / ৮
পুরোনো নৌকা মেরামতে ব্যস্ত এক ব্যক্তি
৮ / ৮
শুকিয়ে যাওয়া যমুনা নদী