সিলেটে যেখানে-সেখানে চলছে অটোরিকশা

সিলেট নগরে দিন দিন বাড়ছে সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা। যেখানে–সেখানে গাড়ি চলাচল ও নগরের বিভিন্ন মোড়ে অটোরিকশার অবৈধ পার্কিং এখানকার সবচেয়ে বড় সমস্যা।  এতে চরম ভোগান্তি পড়েন পথচারী ও সাধারণ মানুষ। সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ

১ / ১২
সড়কে ইচ্ছেমতো সিএনজিচালিত অটোরিকশা চালাচ্ছেন চালকেরা। ছবিটি হুমায়ুন রশীদ চত্বর এলাকার।
২ / ১২
নিয়ম মানার বালাই নেই। ছবিটি হুমায়ুন রশীদ চত্বর এলাকার।
৩ / ১২
কে কার আগে যাবে চলছে, সেই প্রতিযোগিতা। ছবিটি হুমায়ুন রশীদ চত্বর এলাকার।
৪ / ১২
অটোরিকশার কারণে দিনভর এমন বিশৃঙ্খলা লেগে  নগরের হুমায়ুন রশীদ চত্বর এলাকায়।
৫ / ১২
নগরের কাজীরবাজার সেতুতেও আগে যাওয়ার প্রতিযোগিতা।
৬ / ১২
কাজীরবাজার সেতুর দক্ষিণ দিকের বাঁকে ঝুঁকিপূর্ণ যাতায়াত।
৭ / ১২
অটোরিকশায় ঝুঁকি নিয়ে যাচ্ছেন যাত্রীরা। খোজারখলা এলাকা।
৮ / ১২
কাজীরবাজার সেতুর উত্তর দিকে সেতুর মুখে অবৈধ অটোরিকশা স্ট্যান্ড।
৯ / ১২
সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকা সারা দিন সিএনজিচালিত অটোরিকশার দখলে থাকে।
১০ / ১২
সড়কের পাশে অটোরিকশা থাকায় ভোগান্তিতে পড়েন পথচারীরা। সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকা।
১১ / ১২
ব্যস্ত সড়কেই চলে যাত্রী ওঠানো–নামানো। সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকা
১২ / ১২
সড়কে রাখা হয়েছে সিএনজিচালিত অটোরিকশা