কুয়াশামাখা বিকেলে ফুটবল খেলা

বিদ্যালয় প্রাঙ্গণ কিংবা কাদাপানিযুক্ত গ্রামের মাঠ। সুযোগ পেলেই দুরন্তপনা আর খেলায় মেতে ওঠে শিশু-কিশোরেরা। বর্ষা ও শরৎ শেষে হেমন্তের এই সময়ে গ্রামগঞ্জে দেখা মেলে শিশু-কিশোরদের দল বেঁধে খেলাধুলার চিত্র। গ্রামের পাশে বিস্তীর্ণ আমন ধানের খেত। হেমন্তের হালকা কুয়াশামাখা বিকেলে ধানখেতের পাশের খালি জমিতে ফুটবল খেলায় মেতেছে দুরন্ত শিশু-কিশোরেরা। এ যেন শিশুদের কুয়াশামাখা হেমন্তের বিকেল উদ্‌যাপন। ছবিগুলো সিলেট সদরের নন্দিরগাঁও এলাকা থেকে তোলা।

১ / ১১
কুয়াশামাখা আমন ধানখেতের পাশে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরদের দল
২ / ১১
প্রতিপক্ষের গোলপোস্টের দিকে বল মারছে এক কিশোর
৩ / ১১
বলের দখল নিতে এগোচ্ছে তিন শিশু
৪ / ১১
কাদামাখা মাঠে চলছে বল দখলের লড়াই
৫ / ১১
গোল দেওয়ার চেষ্টা
৬ / ১১
ছোট-বড় সবাই মিলে চলছে বল দখলের চেষ্টা
৭ / ১১
বল দখলের লড়াইয়ে দুই শিশু
৮ / ১১
কিশোরের সঙ্গে শিশুর বল দখলের লড়াই
৯ / ১১
বল নিজের আয়ত্তে নিয়েছে গোলরক্ষক
১০ / ১১
অবশেষ গোল…
১১ / ১১
গোল দেওয়ার পর উদ্‌যাপন এক পক্ষের