কুয়াশামাখা বিকেলে ফুটবল খেলা
বিদ্যালয় প্রাঙ্গণ কিংবা কাদাপানিযুক্ত গ্রামের মাঠ। সুযোগ পেলেই দুরন্তপনা আর খেলায় মেতে ওঠে শিশু-কিশোরেরা। বর্ষা ও শরৎ শেষে হেমন্তের এই সময়ে গ্রামগঞ্জে দেখা মেলে শিশু-কিশোরদের দল বেঁধে খেলাধুলার চিত্র। গ্রামের পাশে বিস্তীর্ণ আমন ধানের খেত। হেমন্তের হালকা কুয়াশামাখা বিকেলে ধানখেতের পাশের খালি জমিতে ফুটবল খেলায় মেতেছে দুরন্ত শিশু-কিশোরেরা। এ যেন শিশুদের কুয়াশামাখা হেমন্তের বিকেল উদ্যাপন। ছবিগুলো সিলেট সদরের নন্দিরগাঁও এলাকা থেকে তোলা।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১