ঈদের ছুটিতে চিরচেনা রাজধানীর ভিন্ন চিত্র

ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছেন অনেকেই। ফলে বদলে গেছে রাজধানীর চিরচেনা রূপ। টানা ছুটিতে রাজধানীর অধিকাংশ এলাকা ফাঁকা। নেই চিরচেনা যানজট ও কোলাহল।

১ / ৮
স্বাভাবিক সময়ে রাজধানীর ব্যস্ততম মৌচাক-মগবাজার উড়ালসড়ক ঈদের ছুটিতে ফাঁকা।
২ / ৮
ঈদের ছুটি। তাই সড়কের পাশে সারিবদ্ধভাবে পার্ক করা রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি। মিটফোর্ড এলাকায়।
৩ / ৮
কাজ না থাকায় অবসর সময় কাটাচ্ছেন তাঁরা। বাবুবাজার সেতুর নিচে।
৪ / ৮
ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর পথঘাট। প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি ফিরেছেন খেয়াঘাটের মাঝিরাও। ঘাটে সারি সারি বাঁধা নৌকাগুলো যেন শান্ত এক বুড়িগঙ্গার চিত্র। দুপুরে বাবুবাজার সেতু থেকে তোলা।
৫ / ৮
ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর ব্যস্ততম সড়ক, পদচারী–সেতু। তেজগাঁও সাতরাস্তা এলাকায়।
৬ / ৮
পদচারী–সেতুর সিঁড়ির অনেক অংশ জুড়ে গজিয়েছে গাছের নতুন পাতা। তেজগাঁও সাতরাস্তা এলাকায়।
৭ / ৮
ফাঁকা সড়কে উল্টো পথে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
৮ / ৮
ভিন্ন চিত্র রাজধানীর ব্যস্ততম গুলশান ২ নম্বর মোড়ে।