ছবিতে মহাখালীর খাজা টাওয়ারের আগুন

রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারে বুধবার বিকেলে আগুন লাগে। ভবনের আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ভবনের কয়েকটি তলায় কিছু মানুষ আটকে পড়েন। পরে ল্যাডার দিয়ে ভবনের বিভিন্ন তলা থেকে মানুষকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সেখানকার কিছু চিত্র তুলে ধরা হলো।

১ / ১১
খাজা টাওয়ারে আগুন নেভাতে তৎপর ফায়ার সার্ভিস।
২ / ১১
ভবনে আটকে পড়া একজন সাহায্য চেয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন।
৩ / ১১
আগুনের ধোঁয়ার মধ্যে ভবনে আটকে পড়া মানুষ।
৪ / ১১
আটকে পড়া এক নারীকে উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের এক সদস্য।
৫ / ১১
ভবন থেকে এক নারীকে উদ্ধারের চেষ্টা।
৬ / ১১
ল্যাডারে উঠিয়ে নেওয়া হচ্ছে আটকে পড়া এক নারীকে।
৭ / ১১
ভবনের আগুন নিয়ন্ত্রণে সেখানে পানি ফেলা হচ্ছে অনবরত।
৮ / ১১
এক ব্যক্তি আগুনের তাপ থেকে বাঁচতে জামা খুলে ফেলেছেন। সে অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যের সাহায্যে বেরিয়ে আসছেন।
৯ / ১১
শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য তাঁকে গ্যাস মাস্ক পরিয়ে দেওয়া হয়।
১০ / ১১
ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, তার মধ্যে একজনকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে।
১১ / ১১
বারান্দায় দুই এসির বহিরাংশের মধে৵ বসে আছেন এক ব্যক্তি।