ফাঁকা বান্দরবানের পর্যটনকেন্দ্র

রুমা ও থানচিতে ব্যাংকে কেএনএফের হামলার ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে পুরো বান্দরবানে। এর প্রভাব পড়েছে পর্যটনকেন্দ্রগুলোয়। হোটেল থেকে বুকিং বাতিল করছেন পর্যটকেরা। গতকাল মঙ্গলবার শৈল প্রপাত, নীলাচল, মেঘলাসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখা গেল, পর্যটক নেই বললেই চলে।

১ / ১০
বান্দরবানের জনপ্রিয় সাইরু হিল রিসোর্ট ফাঁকা পড়ে আছে।
২ / ১০
অন্য সময় সুইমিংপুলে লোকজনের ভিড় থাকলেও এখন নেই।
৩ / ১০
পর্যটক না থাকায় রেস্তোরাঁর সব আসন খালি।
৪ / ১০
অলস সময় কাটছে রিসোর্টের লোকজনদের।
৫ / ১০
পর্যটক না থাকায় অলস সময় কাটছে দোকানদারদের।
৬ / ১০
নীলাচলজুড়ে নেই কোনো পর্যটক।
৭ / ১০
নীলাচলের এই স্থানে অন্য সময় ভিড় থাকলেও এখন সেটা নেই।
৮ / ১০
মেঘলা পর্যটনকেন্দ্রের সব জায়গায় এমন চিত্র।
৯ / ১০
মেঘলায় ঢোকার পথে নেই কোনো পর্যটক।
১০ / ১০
খালি পড়ে আছে মেঘলার ঝুলন্ত সেতু।