বিক্ষোভ মিছিলে উত্তাল সারা দেশ

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন স্থানে সড়ক ও মহাসড়ক অবরোধ করেন। কোথাও কোথাও পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অনেক স্থানে সরকারি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও হামলার অভিযোগ উঠেছে।

১ / ১২
বিক্ষোভকারীদের মধ্যে একজনের হাতে পোস্টার ‘আমার স্বাধীনতা কই’। কুমিল্লা জিলা স্কুলের সামনে
ছবি: এম সাদেক
২ / ১২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কুমিল্লায় বিক্ষোভ মিছিল। জিলা স্কুল
ছবি: এম সাদেক
৩ / ১২
হামলায় আহত এক শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হচ্ছে। কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে
ছবি: এম সাদেক
৪ / ১২
শিক্ষার্থীদের অব্যাহত ধরপাকড়, নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেট’ ব্যানারে ‘অভিভাবক সমাবেশ’। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার।
ছবি: আনিস মাহমুদ
৫ / ১২
আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া। পশ্চিম খাবাসপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৬ / ১২
আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, যুবলীগ ও শ্রমিক লীগের সংঘর্ষ হয়। গোয়ালচামট এলাকা, সদর উপজেলা, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৭ / ১২
বৃষ্টি উপেক্ষা করে বগুড়ার সাতমাথায় অবস্থান নেন আন্দোলনকারীরা। বগুড়া
ছবি: সোয়েল রানা
৮ / ১২
জাতীয় পতাকা তুলে ধরেছেন একজন আন্দোলনকারী। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে
ছবি: আনিস মাহমুদ
৯ / ১২
ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নথুল্লাবাদ এলাকা, বরিশাল
ছবি: সাইয়ান
১০ / ১২
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল। রংপুর জিলা স্কুলের সামনে
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১২
গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিক্ষুব্ধরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। মাওনা চৌরাস্তা, গাজীপুর
ছবি: সাদিক মৃধা
১২ / ১২
গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চাচড়া এলাকা, যশোর
ছবি: প্রথম আলো