রথের মেলার প্রস্তুতি

কয়েক দিন পরই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব রথযাত্রা। এই উৎসব ঘিরে বসে মেলা। এসব মেলায় বাহারি শিশু খেলনা ও মাটির তৈরি তৈজসপত্র তুলবেন অনাথ চন্দ্র পাল। বাড়িজুড়ে রাখা এসব তৈজসপত্র রাঙিয়ে তুলতে এখন পার করছেন কর্মব্যস্ত সময়। বগুড়ার গাবতলী উপজেলার বামুনিয়া পালপাড়ায় রথের মেলার প্রস্তুতি নিয়ে এবারের ছবির গল্প।

১ / ৯
ঘরের এক পাশে বসে নিজ হাতে তৈরি মাটির ব্যাংক রাঙিয়ে তুলছেন
২ / ৯
ঘরজুড়ে নানা রঙের মাটির ব্যাংক
৩ / ৯
রঙের কাজে সহযোগিতা করছেন বাড়ির অন্যরাও
৪ / ৯
রাঙানো হচ্ছে মাটির তৈরি কড়াই
৫ / ৯
সাজিয়ে রাখা হয়েছে মাটির তৈরি নানা খেলনা
৬ / ৯
রং করা মাটির তৈরি খেলনা পাটা
৭ / ৯
বাহারি সব খেলনা জড়ো করে রাখা হয়েছে
৮ / ৯
রং করা মাটির তৈজসপত্র শুকাতে দেওয়া হয়েছে
৯ / ৯
মেলার জন্য প্রস্তুত নানা রঙের মাটির ব্যাংক