ভারী বৃষ্টি-পাহাড়ি ঢলে বেড়েছে বন্যার পানি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে আবার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুনামগঞ্জ, জামালপুর, গাইবান্ধা ও সিলেটে বেড়েছে বন্যার পানি। অনেক জায়গায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। স্কুলে ঢুকে পড়েছে পানি। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। কোথাও কোথাও ত্রাণের জন্য অপেক্ষা করতে দেখা গেছে বন্যাকবলিত মানুষকে।