খুলনা দিবসের শোভাযাত্রা

১৮৪২ সালে খুলনা মহকুমা হওয়ার পর ১৮৮২ সালের ২৫ এপ্রিল খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। খুলনার অতীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে অতীত ও বর্তমানের সমন্বয়ের মাধ্যমে আগামী খুলনার সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে ২০০৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই দিনে খুলনা দিবস পালিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার মধ্য দিয়ে শুক্রবার ১৪৩ বছর পূর্তিতে খুলনা দিবস পালিত হয়েছে। ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়। শোভাযাত্রার বিভিন্ন ছবি নিয়ে ছবির গল্প।

১ / ৯
শোভাযাত্রায় জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করে নৌ স্কাউট।
২ / ৯
খুলনা দিবসের মঞ্চ।
৩ / ৯
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত।
৪ / ৯
গরমে ব্যাটারিচালিত ফ্যানে স্বস্তি খুঁজছেন একজন অংশগ্রহণকারী নারী।
৫ / ৯
শোভাযাত্রায় ছিল সাইকেলপ্রেমীরাও।
৬ / ৯
বর্ণাঢ্য সাজে শোভাযাত্রা।
৭ / ৯
খুলনা দিবসের শোভাযাত্রা।
৮ / ৯
সাধারণ মানুষ অংশ নেন খুলনা দিবসের শোভাযাত্রায়।
৯ / ৯
খুলনার গণমানুষের চাওয়া নিয়ে ছিল স্লোগান।