এমসি কলেজের পদ্মপুকুর

সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশ আর ছোট-বড় টিলায় ঘেরা সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ। কলেজ ক্যাম্পাসের ভেতরে রয়েছে মস্ত পুকুর। প্রতিবছর সেই পুকুরে ফুটে থাকে অনেক শ্বেতপদ্ম। পদ্মপাতার ফাঁকফোকরে বসে পাখির মেলা। ছবিগুলো গত রোববার বেলা একটার দিকে তোলা।

১ / ১২
সবুজ পাতার ফাঁকে রাশি রাশি পদ্মফুল
২ / ১২
কিছু ফুটে আছে, কোনোটা আবার ফোটার অপেক্ষায়
৩ / ১২
পদ্মফুলের শোভা
৪ / ১২
পুকুরঘাটে বসে পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করছেন শিক্ষার্থীরা
৫ / ১২
পদ্মপাতায় জমেছে জল
৬ / ১২
পদ্মফুল বাড়িয়েছে পুকুরটির সৌন্দর্য
৭ / ১২
পাতার ফাঁকে ফুটন্ত পদ্ম
৮ / ১২
পদ্মপুকুরে ছবি তোলার সুযোগ কে ছাড়ে
৯ / ১২
পদ্মভরা পুকুরে শিকারের অপেক্ষায় পানকৌড়ি
১০ / ১২
পদ্মফুলে বসেছে ফড়িং
১১ / ১২
ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় বসে পুকুরের সৌন্দর্য উপভোগ করছেন অনেকে
১২ / ১২
পুকুরভরা পদ্মফুল