হাওরপাড়ের মানুষ রাজহাঁস পালন করেন। রাজহাঁস পালন করে পরিবারের ডিম-মাংসের চাহিদা মেটে। আবার রাজহাঁস ও তার ডিম বিক্রি করে বাড়তি আয়ও হয়। হাওরপাড়ের মানুষের জন্য রাজহাঁস পালন করা সহজ। প্রতিদিন সকালে রাজহাঁস বাড়ির পাশের হাওরে যায়। সারা দিন হাওরেই থাকে, হাওরে খাবার খায়। ফলে রাজহাঁস পালনে খরচ তেমন হয় না। ছবিগুলো সম্প্রতি সিলেট সদরের বাউয়ারকান্দি হাওর থেকে তোলা।