ব্যাইশার বিল

নাম ব্যাইশার বিল। বর্ষায় প্রায় ৭৫ বিঘা আয়তনের বিলটিতে এখন টইটম্বুর পানি। ফুটেছে পদ্মফুল। বিলের লাগোয়া গ্রাম চকবোচাই। গ্রামের অনেক বাসিন্দার জীবন ও জীবিকা এই বিলটি ঘিরে। বগুড়ার গাবতলী উপজেলার চকবোচাই গ্রামের ব্যাইশার বিল কেন্দ্রিক মানুষের জীবন নিয়ে আজকের ছবির গল্প।

১ / ৯
বিলে ফুটেছে পদ্মফুল। পাশ দিয়ে ছুটে চলছে ট্রেন।
২ / ৯
বিলে কচুরিপানার মধ্যে ডাহুক পাখি।
৩ / ৯
পদ্মফুল তুলছেন এক ব্যক্তি।
৪ / ৯
বিলে নজর কাড়ে পদ্মফুল।
৫ / ৯
প্রখর রোদে মধ্যে বড়শি দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি।
৬ / ৯
পদ্ম পাতায় পানি।
৭ / ৯
জাল দিয়ে মাছ শিকার।
৮ / ৯
বড়শি নিয়ে মাছ শিকারে বসেছেন দুজন।
৯ / ৯
বিলে মাছ শিকার শেষে ফিরছেন এক ব্যক্তি।