জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ভোর থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ দলে দলে যায়। প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন সংগঠন, দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়ে বেদিতে ফুলের শ্রদ্ধা জানায়।

১ / ৮
পুষ্পস্তবক অর্পণ শেষে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: পিআইডি
২ / ৮
দলের নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: পিআইডি
৩ / ৮
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা হাতে গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা আসেন দল বেঁধে।
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ৮
বিশাল আকৃতির লাল-সবুজ পতাকা হাতে রাজেন্দ্রপুরের ইকবাল সিদ্দিকী কলেজের শিক্ষার্থীরা এসেছেন স্মৃতিসৌধে
ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ৮
শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির নেতারা।
ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ৮
হাতে জাতীয় পতাকা এবং লাল-সবুজ পোশাক পরে এসেছেন অনেকেই
ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ৮
বীর শহীদদের বীরত্বগাথা নিয়ে নানান লেখা হাতে এসেছেন শিক্ষার্থীরা
ছবি: তানভীর আহাম্মেদ
৮ / ৮
সর্বস্তরের মানুষের দেওয়া ফুলের শ্রদ্ধায় ঢেকে গেছে জাতীয় স্মৃতিসৌধ
ছবি: তানভীর আহাম্মেদ