সারা দেশে চলছে ভোট গ্রহণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিভিন্ন জায়গায় কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা সারি দেখা গেছে। আবার কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। সারা দেশের ভোটকেন্দ্রের ছবি নিয়ে এ আয়োজন।

১ / ১৫
কেন্দ্রে এসে ভোটার স্লিপ নিচ্ছেন ভোটাররা। সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্র, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা, সকাল ৮টায়
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৫
জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন এক ভোটার। শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, ঢাকা, সকাল সোয়া ৮টায়
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১৫
ভোট গ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি কম। শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্র, গাজীপুর, সকাল ৮টা ৪০ মিনিটে
ছবি: আশরাফুল আলম
৪ / ১৫
ভোটারদের অপেক্ষায় এজেন্ট ও নির্বাচনী কর্মকর্তারা। গুড় টুপনগর দাখিল মাদ্রাসা কেন্দ্র, গাবতলী, বগুড়া, সকাল ৮টা ২০ মিনিটে
ছবি: সোয়েল রানা
৫ / ১৫
ভোটারদের উপস্থিতি হাতে গোনা। টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়, ভোলা, সকাল ৮টা ২২ মিনিট
ছবি: নেয়ামতউল্যাহ
৬ / ১৫
ভোট গ্রহণ শুরুর আগেই কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ সারি। আনসার-ভিডিপি ক্লাব কেন্দ্র, দীঘিনালা, খাগড়াছড়ি, সকাল সাড়ে ৭টায়
ছবি: জয়ন্তী দেওয়ান
৭ / ১৫
ভোটকেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। উমর শাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট, সকাল সাড়ে ৭টায়
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৫
কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা সারি। সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, ভোলা, সকাল ৮টায়
ছবি: নেয়ামতউল্যাহ
৯ / ১৫
ভোট গ্রহণ শুরুর পরও ভোটার নেই। তোতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দুর্গাপুর, রাজশাহী, সকাল ৮টা ৩৪ মিনিটে
ছবি: শহীদুল ইসলাম
১০ / ১৫
ভোট দিতে এসেছেন ৬৫ বছরের রিবিকা বাড়ৈ। শহীদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, খুলনা, সকাল ৮টা ২০ মিনিটে
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৫
ভোট দেওয়ার পর আঙুলের অমোচনীয় কালি দেখাচ্ছেন একজন নারী ভোটার। পটিয়া পূর্ব মনসা আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চট্টগ্রাম, সকাল ৮টা ৩০ মিনিটে
ছবি: জুয়েল শীল
১২ / ১৫
ভোটার তালিকার সঙ্গে ভোটারের তথ্য মিলিয়ে নিচ্ছেন পোলিং কর্মকর্তা। গোপালপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র, মাদারীপুর, সকাল সাড়ে ৮টায়
ছবি: সাজিদ হোসেন
১৩ / ১৫
ভোট গ্রহণ শুরুর পরও ভোটারদের উপস্থিতি অনেক কম। পুলিশ লাইন স্কুল কেন্দ্র, খুলনা। সকাল ৮টা ৫০ মিনিটে
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৫
ভোট দেওয়ার জন্য লম্বা সারিতে অপেক্ষায় নারী ভোটাররা। কাচিসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দেবীদ্বার, কুমিল্লা, সকাল ৮টা ৪৫ মিনিটে
ছবি: এম সাদেক
১৫ / ১৫
ভোট দিচ্ছেন এক ভোটার। বর্ডার গার্ড উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্র, রংপুর, সকাল ৮টা ৩০ মিনিটে
ছবি: মঈনুল ইসলাম