ভোরে কুয়াশাঘেরা সড়কে চলাচল

হেমন্তের মাঝামাঝি চলছে। শীতকাল না আসতেই রংপুরে ভোরে ঘন কুয়াশায় ছেঁয়ে যায়। সেই সঙ্গে শীতের অনুভূতি বেড়ে চলেছে। কুয়াশাঘেরা সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। জীবিকার তাগিদে তবুও মানুষ ছুটছে। রংপুর শহর ও আশপাশের এলাকার চিত্র নিয়ে এই ছবির গল্প।

১ / ৯
কুয়াশাঘেরা সকালে হাঁটতে বেরিয়েছেন বয়সে প্রবীণ এই ব্যক্তি
২ / ৯
কুয়াশার মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল
৩ / ৯
কুয়াশায় দেখা যায় না, তাই হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
৪ / ৯
কুয়াশা জড়ানো সকালে কাজে ছুটছেন দিনমজুর।
৫ / ৯
ঝুঁকি নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত যানে কাজে যাচ্ছেন নির্মাণশ্রমিকেরা।
৬ / ৯
সাতসকালে কুয়াশা মাড়িয়ে গ্রামের পথে ঘুরছেন এই ফেরিওয়ালা।
৭ / ৯
আলু চাষ করতে জৈব সার জমিতে ফেলছেন চাষিরা
৮ / ৯
ঘনকুয়াশার মধ্যে পাকা ধান কাটতে ব্যস্ত এই চাষি
৯ / ৯
জমি থেকে শাক তুলে বাজারে বিক্রি করতে যাচ্ছেন তিনি