ভোরে কুয়াশাঘেরা সড়কে চলাচল
হেমন্তের মাঝামাঝি চলছে। শীতকাল না আসতেই রংপুরে ভোরে ঘন কুয়াশায় ছেঁয়ে যায়। সেই সঙ্গে শীতের অনুভূতি বেড়ে চলেছে। কুয়াশাঘেরা সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। জীবিকার তাগিদে তবুও মানুষ ছুটছে। রংপুর শহর ও আশপাশের এলাকার চিত্র নিয়ে এই ছবির গল্প।