মেট্রোরেল

যানজটের নগর ঢাকার নাগরিকদের স্বস্তি দিতে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় ২০০৫ সালে। নানা চড়াই-উতরাই পেরিয়ে মূল কাজ শুরু হয় ২০১৬ সালে। ২০২২ সালের ডিসেম্বর কাজ শেষ করে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। গত বুধবার প্রথম যাত্রী হয়ে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মেট্রোরেলের দরজা খুলে দেওয়া হয় সাধারণ জনগণের জন্য। সকাল আটটায় ট্রেন ছাড়ার ঘোষণা থাকলেও সাধারণ মানুষ ভোর থেকে স্টেশনে আসতে শুরু করেন। দীর্ঘ অপেক্ষা করে অনেকে মেট্রোরেলে  উঠতে পারলেও সময় কম থাকার কারণে অনেকে উঠতে পারেনি। মেট্রোরেলের চলে সকাল আটটা থেকে ১২ টা পর্যন্ত। দেশের প্রথম মেট্রোরেলে উঠতে পেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। গতকাল উত্তরা এবং আগারগাঁও স্টেশন ঘুরে বিভিন্ন চিত্র দিয়ে ছবির গল্প।

১ / ১৫
মেট্রোরেলে উঠতে উত্তরা স্টেশনে মানুষের অপেক্ষা। দিয়াবাড়ি  উত্তরা
ছবি: খালেদ সরকার
২ / ১৫
পরিবারের সবাইকে নিয়ে দিয়াবাড়ি স্টেশনে এসেছেন মেট্রোরেলে চড়তে।
ছবি: খালেদ সরকার
৩ / ১৫
ঘন কুয়াশা আর হাড়কাঁপানো শীতের মধ্যে হাজারো মানুষের জটলা রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে
ছবি: দীপু মালাকার
৪ / ১৫
মেট্রোরেলে চড়ার আগেই ছবি দিতে হবে সামাজিক গণমাধ্যমে তাই নিজের ছবিটি তুলে নিচ্ছে আগে
ছবি: দীপু মালাকার
৫ / ১৫
5. ভেন্ডিং মেশিন বিকল থাকায় মেশিন রিডেবল টিকিট কিনতে আগারগাঁওয়ে যাত্রীদের দীর্ঘ লাইন
ছবি: দীপু মালাকার
৬ / ১৫
মেট্রোরেলের উদ্বোধনের পর আজ চলাচল শুরু হলো। কার্ড পাঞ্চ করে আগারগাঁও মেট্রোরেলে উঠতে যাচ্ছেন যাত্রীরা
ছবি: দীপু মালাকার
৭ / ১৫
প্রথম মেট্রো রেলে উঠতে পেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। আগারগাঁও স্টেশন
ছবি: দীপু মালাকার
৮ / ১৫
মেট্রোরেলের মূল কাজ শুরু হয় ২০১৬ সালে। সাধারণ মানুষের জন্য দরজা খুলে দিলে প্রথম মেট্রো রেলে উঠতে পেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। আগারগাঁও,
ছবি: দীপু মালাকার
৯ / ১৫
মেট্রোরেলে চড়ার জন্য সকাল বেলা আগারগাঁও স্টেশনে এসে অপেক্ষার পড় ট্রেন প্ল্যাটফর্মে
ছবি: দীপু মালাকার
১০ / ১৫
আনন্দ ভ্রমণ শেষে দিয়াবাড়ি স্টেশনে  থেকে আগারগাঁও স্টেশনে আসেন যাত্রীরা
ছবি: দীপু মালাকার
১১ / ১৫
পরিবারের সবাইকে নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে পেরে সবাই খুশি
ছবি: দীপু মালাকার
১২ / ১৫
দেশের প্রথম মেট্রোরেলে উঠতে পেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়
ছবি: দীপু মালাকার
১৩ / ১৫
দীর্ঘ লাইনে অপেক্ষার পর টিকিট হাতে পেয়ে খুশি যাত্রীরা। আগারগাঁও, ২৯ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১৪ / ১৫
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেট্রো রেলের আগারগাঁও স্টেশনের সামনে দীর্ঘ লাইন
ছবি: দীপু মালাকার
১৫ / ১৫
বেলা ১২টার পর  যাত্রী পরিবহন করবে না মেট্রোরেল। তাই বেলা ১১.৩০ মিনিট গেট বন্ধ  হয়ে যায়। দীর্ঘ সময় অপেক্ষা করেও আনন্দ ভ্রমণ হলো না দিয়াবাড়ি স্টেশনে আসা যাত্রীদের
ছবি: খালেদ সরকার