সারা দেশে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার প্রতিবাদ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদে এবং আগ্রাসন বন্ধের দাবিতে আজ শুক্রবার দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রতিবাদে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নানা সংগঠন। এ সময় তাঁরা চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরায়েলকে দায়ী করে অবিলম্বে এ আগ্রাসন বন্ধের দাবি জানান।