অপরূপ পাহাড়ে

পার্বত্য জেলা খাগড়াছড়িতে মৌসুমভেদে পাহাড়ের ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়। পাহাড়ের গা বেয়ে সবুজের সমারোহ, আঁকাবাঁকা পাহাড়ি পথ, পাখির ওড়াউড়ি—কী নেই সেখানে। অপরূপ পাহাড়ের চোখ জুড়ানো সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। খাগড়াছড়ি ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা।  

১ / ৮
সবুজে ছেয়ে থাকা পাঞ্জেরি টিলার ওপরে নীল আকাশের মুগ্ধ করা রূপ
২ / ৮
সবুজে ঘেরা পাহাড়ের ওপর কালো মেঘের ঘনঘটা
৩ / ৮
উড়ছে সাদা বকের ঝাঁক
৪ / ৮
পাহাড়ের বুক চিড়ে চলে গেছে আঁকাবাঁকা পথ
৫ / ৮
পাহাড়ি ছড়া থেকে পানি নিয়ে বাড়ি ফিরছে এক নারী
৬ / ৮
সবুজ পাহাড়ের বুকে বাঁশের ঝাড়
৭ / ৮
পাঞ্জেরি টিলায় গাছে ঝুলছে থোকা থোকা তেঁতুল
৮ / ৮
সৌন্দর্য ছড়াচ্ছে চাঁদ