ফল পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের উচ্ছ্বাস

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার। এবার ফলাফল প্রকাশ উপলক্ষে মূল আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবে ফলাফল প্রকাশ করেছে। এরপরও ফল পেয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না শিক্ষার্থীদের। আনন্দ উদ্‌যাপনে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে দিনটি স্মরণীয় করে রেখেছে তারা। ছবিতে ফল প্রকাশ ঘিরে কিছু মুহূর্ত:

১ / ১৫
মুঠোফোনে ফল দেখছে কয়েকজন শিক্ষার্থী। জিলা স্কুল, বগুড়া, ১০ জুলাই
ছবি: সোয়েল রানা
২ / ১৫
ফল পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট, ১০ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৫
কাঙ্ক্ষিত ফল পেয়ে আপ্লুত দুই শিক্ষার্থী। জিলা স্কুল, বগুড়া, ১০ জুলাই
ছবি: সোয়েল রানা
৪ / ১৫
ভালো ফল করায় ছেলেকে আদর করছেন মা। সিলেটের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট, ১০ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৫
ফল ঘোষণার পর বাদ্যযন্ত্রের তালে উদ্যাপন। পাবলিক কলেজ, খুলনা, ১০ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৫
ফল পেয়ে ‘বিজয় চিহ্ন’ দেখাচ্ছে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা, ১০ জুলাই
ছবি: আবদুর রহমান
৭ / ১৫
কৃতিত্বের অংশীদার মাকে মিষ্টি খাওয়াচ্ছে শিক্ষার্থী। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ চত্বর, রংপুর, ১০ জুলাই। ১০ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৫
মুঠোফোনে ফল দেখছে কয়েকজন শিক্ষার্থী। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ চত্বর, রংপুর, ১০ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৫
ফোন করে ফলাফল জানাচ্ছে উচ্ছ্বাসিত এক শিক্ষার্থী। সরকারি প্রমথনাথ বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী, ১০ জুলাই
ছবি শহীদুল ইসলাম
১০ / ১৫
সহপাঠীদের সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত শিক্ষার্থীরা। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বরিশাল, ১০ জুলাই
ছবি: প্রথম আলো
১১ / ১৫
ফল ঘোষণার দিনটির স্মৃতি ধরে রাখতে দলীয় ছবি তুলছে সহপাঠীরা। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা, ১০ জুলাই
ছবি: খালেদ সরকার
১২ / ১৫
বিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল সাঁটিয়ে দিচ্ছেন এক শিক্ষক। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা, ১০ জুলাই
ছবি: খালেদ সরকার
১৩ / ১৫
পরীক্ষার ফল প্রকাশের পর মিষ্টির দোকানে অভিভাবকদের ভিড়। লালখান বাজার, চট্টগ্রাম, ১০ জুলাই
ছবি: জুয়েল শীল
১৪ / ১৫
ফল ঘোষণার পর এক শিক্ষার্থীকে নিয়ে অন্যদের উল্লাস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, জামালখান, চট্টগ্রাম, ১০ জুলাই
ছবি: সৌরভ দাশ
১৫ / ১৫
ফল জানার আনন্দের কান্না। খাস্তগীর স্কুল, জামালখান, চট্টগ্রাম, ১০ জুলাই
ছবি: সৌরভ দাশ